এমিরেটস এবং গ্রীসের এজিয়ান এয়ারলাইন্স তাদের পার্টনারশিপ সম্প্রসারণ করেছে, যার ফলে উভয় এয়ারলাইন্সের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার সদস্যরা পারস্পরিক লয়্যালটি প্রোগ্রাম সুবিধা ভোগ করবেন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
এখন থেকে, এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম – স্কাইওয়ার্ডস সদস্যরা এজিয়ান ও এর অঙ্গ প্রতিষ্ঠান অলিম্পিক এয়ারে তাদের ১৬২টি গন্তব্যে ভ্রমণ করে মাইল বা পয়েন্ট অর্জন ও ব্যবহার করতে পারবেন। আগামী ২১ মে থেকে, এজিয়ানের লয়্যালটি প্রোগ্রাম মাইলস+বোনাস সদস্যরাও এমিরেটসের ফ্লাইটে এয়ারলাইনটির নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ১৪০টিরও বেশি গন্তব্যে ভ্রমণ করে মাইল বা পয়েন্ট অর্জন ও ব্যবহার করার সুযোগ পাবেন।
এই পার্টনারশিপের মাধ্যমে এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যরা এজিয়ান ফ্লাইটে প্রতি মাইল ভ্রমণে সর্বোচ্চ ১.২৫ মাইল অর্জন করতে পারবেন, যা ভ্রমণের শ্রেণি ও ভাড়ার উপর নির্ভর করে। একইভাবে, মাইলস+বোনাস সদস্যরা এমিরেটস ফ্লাইটে তাদের ভাড়ার ধরন অনুযায়ী মাইল অর্জন করতে পারবেন।
এমিরেটসের কোডশেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইনটির গ্রাহকরা এথেন্স হয়ে ১৪টি গ্রীক শহর, চারটি ইউরোপীয় শহর এবং দুবাইতে সহজে ভ্রমণ সুবিধা পাচ্ছেন। অন্যদিকে এই চুক্তির অধীনে এজিয়ান যাত্রীরা এথেন্স থেকে নিউয়ার্ক ও দুবাইগামী এমিরেটস ফ্লাইটে ভ্রমণ করতে পারছেন।
এমিরেটস স্কাইওয়ার্ডস প্রোগ্রামে বিশ্বব্যাপী ৩৫ মিলিয়ন সদস্য রয়েছে, যারা বিভিন্ন পার্টনার এয়ারলাইন, হোটেল, রেন্ট-এ-কার, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদির সেবা গ্রহনের মাধ্যমে মাইল অর্জন ও পরবর্তীতে ব্যবহার করতে পারেন। অন্যদিকে, এজিয়ানের মাইলস+বোনাস প্রোগ্রামের সদস্য সংখ্যা ৪ মিলিয়নেরও বেশি, যারা গ্রীস ও ২০০টিরও বেশী আন্তর্জাতিক পার্টনার প্রতিষ্ঠানের সেবা উপভোগ করার মাধ্যমে পয়েন্ট অর্জন ও পরবর্তীতে তা ব্যবহার করতে পারেন।