1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে বালুমহালে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ জন আইসব্রেকারের জন্য অত্যন্ত শক্তিশালী নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করেছে রসাটম বিমানবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ঈশ্বরদীতে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার এমিরেটস ও এজিয়ান এয়ারলাইন্সের পার্টনারশিপ ঈশ্বরদীতে ১৫শ’ কৃষক-কৃষাণী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম ঈশ্বরদীতে নিন্মআয়ের মানুষের জন্য ‘সুলভ বাজার’ উদ্বোধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্র ! প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পরমাণু শক্তি কমিশনের দাবির সাথে জাবি’র শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ বিজ্ঞানী-কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলনে অচল পরমাণু শক্তি কমিশন

জাতীয় শোক দিবসে ঈশ্বরদীতে শোক র‌্যালী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঈশ্বরদীতে বিশাল শোক র‌্যালি বের করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুররে ঈশ্বরদী বাসটার্মিনাল থেকে এই শোক র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে শেষ হয়। আওয়ামী লীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো রংয়ের ব্যানার ফেষ্টুনসহ শোক মিছিলে অংশ নেন।

র‌্যালী শুরুর প্রাক্কালে বাস টার্মিনালে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা পথসভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কৃষি উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম লিটন, সাবেক প্রয়াত ভূমিমন্ত্রির পুত্র পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, লক্ষীকুন্ডা ইউপি’র সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরিদুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা প্রমূখ।

ঈশ্বরদী ট্রাক চালক সমিতির সভাপতি আজাহার আলী মালিথা, আওয়ামী লীগ নেতা মফিকুল ইসলাম মুকুল, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, প্রকৌশলী কবিরুল ইসলাম, এনামুল হক, যুবলীগ নেতা মিলন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলন, যুবলীগ নেতা আব্দুল হান্নান, রবিন মালিথা প্রমূখ শোক র‌্যালীতে উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর জেনারেল জিয়াসহ তার পরিবার ও আন্তর্জাতিক এবং দেশীয় পাকিস্তানী দোসররা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, এই দেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু মহান আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে এসে ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের হাল ধরে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আজ দল এবং দেশকে এ পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের যে অভূতপূর্ণ উন্নতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার যে আদর্শ, জাতির পিতা যে উন্নয়ন চেয়েছিলেন, এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া, তাঁর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর যেসব খুনি এখনো পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে হত্যার রায় কার্যকরের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!